Willims’ Percent Range একটি সক্রিয় টেকনিক্যাল ইন্ডিকেটর (%R) যা বাজারের overbought/oversold স্থল নির্ণয় করে। Willims’ %R অনেকটাই Stochastics oscillator এর মত। পার্থক্য শুধুমাত্র %R এর স্কেল রয়েছে যা ওঠানামা পরিমাপ করে এবং Stochastics ছে আভন্তরীন স্বাচ্ছন্দ। যদি এই ইন্ডিকেটরটিকে ওঠানামা দেখতে হয় তবে Willims’ Percent Range এর মানের পূর্বে একটি (-) চিহ্ন বসাতে হবে যেমন(-)৩০%। এই মাইনাস চিহ্নটি বাদ দিতে হবে যখন কেউ এই ইন্ডিকেটরটির মান ৮০ হতে ১০০% ধরে নেয় যা বাজারের oversold অবস্থা নির্দেশ করে। ইন্ডিকেটরটির মান ০ হতে ২০% পর্যন্ত বাজারের overbought অবস্থা নির্দেশ করে। এটাই ভাল যে ট্রেড করার পূর্বে দামের পরিবর্তনের জন্য অপেক্ষা করা। এইক্ষত্রে অনান্য overbought/oversold ইন্ডিকেটরের মত Willims’ Percent Range-কে ব্যবহার করা উচিত। যেমনঃ যদি একটি overbought/oversold ইন্ডিকেটর overbought স্থল নির্দেশ করে তবে বিক্রি করার পূর্বে শেয়ারের মূল্য নিন্মগতি প্রাপ্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করাই উত্তম। তবে Willims’ Percent Range সম্পর্কে একটি অদ্ভূত ধারনা প্রচলিত আছে যে এটি শেয়ারমূল্যের রিভার্সেল বিচক্ষনতার সথে চিহ্নিত করতে ব্যর্থ। মুল্যের শীর্ষে ওঠা এবং নেমে আসার পূর্বে এই ইন্ডিকেটরটি সবসময় শীর্ষে পৌঁছায় এবং আবার নিচে নেমে আসে। একইভাবে, দাম বাড়ার কিছুসময় পূর্বে Willims’Percent Range স্বাভাবিকভাবে উপরে উঠে আসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন