শনিবার, ২১ জানুয়ারী, ২০১২

Swing Trade Strategy:


প্রথমবার আপনি দেখতে পেলেন candlestick টি একটি রিভারসাল প্যাটার্ন তৈরি করেছে এবং support line এ স্পর্শ করেছে ফলে আপনি বুঝতে পারছেন শেয়ারটি আগামিকাল pull back করার যথেষ্ট শম্ভাবনা রয়েছে। পরের দিন আপনি লক্ষ্য করলেন একটি bulish candlestick তৈরি হয়েছে তার মানে শেয়ারটি সত্যি pull back করেছে। আপনি যদি সেই দিন শেয়ারটি ক্রয় করেন তবে চার দিনের মাথায় মুনাফা নিয়ে বের হতে পারবেন। ধরুন আপনি চার দিনের মাথায় শেয়ারটি বিক্রয় করলেন। এইবার আবার কিছু দিন অপেক্ষা করুন এবং শেয়ারটির মুভমেন্ট খেয়াল করুন। ঠিক আবার চার দিন পর দেখলেন candlestick টি আবার একটি রিভারসাল প্যাটার্ন তৈরি করেছে। আপনি অপেক্ষা করছেন পরের দিনের জন্য।পরের দিন ও ঠিক একই ভাবে আপনি লক্ষ্য করলেন একটি bulish candlestick তৈরি হয়েছে তার মানে শেয়ারটি আবার pull back করেছে। আপনি যদি সেই দিন ও শেয়ারটি ক্রয় করেন তবে আবার পাঁচ দিনের মাথায় বিক্রয় করতে পারেন এবং স্বল্প সময়ের মধ্যে মুনাফা অর্জন করতে পারেন। চিত্রটি ভাল ভাবে খেয়াল করে দেখুন একটি শেয়ার আপনাকে বার বার মুনাফা করার সুযোগ করে দিচ্ছে। আপনি এই Swing Trade ব্যাবহার করে তিন বার ক্রয় এবং তিন বার বিক্রয়ের সুযোগ পাচ্ছেন। শুধু প্রয়োজন আপনার সতর্ক দৃষ্টি এবং বুদ্ধি। আপনাকে খুজে বের করতে হবে এই রকম প্যাটার্ন যা ব্যাবহার করে আপনি স্বল্প সময় মুনাফা করতে পারবেন.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন