শনিবার, ২১ জানুয়ারী, ২০১২

Parabolic SAR with RSI and Stochastic


প্রথমে জানা যাক Parabolic SAR ইন্ডিকেটরটি কি । Parabolic SAR ইন্ডিকেটর হচ্ছে এমন একটি Indicator যেটা assets এর Momenterm নির্দেশ করে এবং যখন Momenterm এর দিক পরিবর্তনের সম্ভাবনা অনেক বেশি থাকে । অর্থাৎ upward অথবা dwonword এ যাবার সম্ভাবনা। নিন্মের একটি চার্টে Parabolic SAR ইন্ডিকেটর , RSI এবং Stochastics oscillator যুক্ত করা হয়েছে। ইতিমধ্যে আমরা জানি যখন RSI এবং Stochastics তাদের oversold স্থল ত্যাগ করা শুরু করে তখন তা buy সিগন্যাল হিসেবে কাজ করে এবং যখন RSI এবং Stochastics তাদের overbought স্থল ত্যাগ করা শুরু করে তখন তা buy সিগন্যাল হিসেবে কাজ করে।এখানে আমরা HR Textile এর একটি উদাহরন দিচ্ছি । ০৩-০৩-২০১১ তারিখে একটি buy সিগন্যাল দেখা গেছে। তারও আগে যদি আমরা ভাল মত লক্ষ করা হয় তবে দেখা যাবে RSI এবং Stochastics oscillator OverSold অবস্থায় ছিল এবং buy সিগন্যাল দিচ্ছিল । এই তিনটি ইন্ডিকেটরে buy সিগন্যাল পরপর সংঘটিত হয়েছে এবং এটি একটি ভাল ট্রেড হিসেবে বিবেচিত হয়েছে। আবার ০৩.০৪.২০১১ তারিখে আবার দেখা যায় RSI এবং Stochastics oscillator Overbought অবস্থায় ছিল এবং Parabolic SAR ও Downtrend এ ছিল। যদি এই তিনটি Indicators এক সাথে ব্যাবহার করা হয় তবে পরিষ্কার sell Signal পাওয়া যায়। আবার যদি May মাসের দিকে লক্ষ করা হয় তবে আবার ও RSI এবং Stochastics oscillator Oversold অবস্থায় দেখতে পাওয়া এবং আবার Buy সিগন্যাল পাওয়া যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন