শনিবার, ২১ জানুয়ারী, ২০১২

Fibonacci Fan


Fibonacci Fan তিনটি Diagonal লাইন দ্বারা গঠিত এবং এই লাইন গুলো Fibonacci Ratio ব্যাবহার করে support এবং resistance লেভেল নির্ণয় করতে সাহায্য করে থাকে। অন্য সব Fibonacci এর মত Fibonacci Fan আঁকার ও কৌশল রয়েছে। এই Fibonacci Fan আঁকতে আপনাকে নিকটবর্তী Swing High এবং Swing Low খুঁজে বের করতে হবে। তারপর Swing Low থেকে Swing High পর্যন্ত একটি Fibonacci Fan আঁকতে হবে। এই Fibonacci Fanএর প্রতিটি লাইন Fibonacci Ratio দ্বারা ভাগ করা থাকে। রেশিও গুলো হচ্ছে 38.2%, 50% এবং 61.8%। লক্ষ্য করুন যখন শেয়ারটির দাম কমে যাচ্ছিল ঠিক তখন সে তার প্রথম support লেভেল ব্রেক করে এবং কিছু দিন side walk করে। তারও কিছু দিন পর তৃতীয় support লেভেল ব্রেক করতে যেয়েও ব্রেক করতে পারিনি এবং আস্তে আস্তে সে আবার উপরের দিকে ওঠা শুরু করে। অর্থাৎ বলা যায় ৫০.০০% লেভেলের support লেভেলটা খুব মজবুত ছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন