Moving Average
Moving average সাম্প্রতিক ট্রেন্ড ও ট্রেন্ড রিভার্সেল পাশাপাশি সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেলকে চিহ্নিত করতে ব্যবহৃত হয়। Moving average –এর গতিবিধির মাধ্যমে খুব দ্রুত একটি শেয়ারের up trend ও down trend চিহ্নিত করা যায়।যখন moving average উর্ধ্বগতি নির্দেশ করে এবং দামও এর সাথে চলে যা একটি শেয়ারের uptrend নির্দেশ করে ।একইভাবে moving average –এর সাথে দামের নিচে নেমে আসা একটি শেয়ারের downtrend নির্দেশ করে। আপনি অন্যভাবেও moving average –এর গতি পরিমাপ করতে পারেন।যখন স্বল্পমেয়াদী moving average দীর্ঘমেয়াদী moving averageকে অতিক্রম করে দীর্ঘমেয়াদী moving average এর উপরে অবস্থান নেয় তখন তা uptrend নির্দেশ করে। আবার,দীর্ঘমেয়াদী moving average যখন স্বল্পমেয়াদী moving averageকে অতিক্রম করে তার উপরে অবস্থান নেয় তখন তা ট্রেন্ডটির downtrend নির্দেশ করে। Moving average ট্রেন্ড রিভার্সেলের ধারা দু’টি পন্থার উপর নির্ভরশীলঃ যখন দাম moving average –এর মধ্য দিয়ে অতিক্রম করে। যখন দাম moving average crossover এর মধ্য দিয়ে অতিক্রম করে।রিভের্সেলের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যখন moving average-গুলো পরস্পরকে অতিক্রম করে।উদাহরণস্বরুপ,নিমোক্ত চিত্রে আপনি দেখতে পাচ্ছে্ন যে ১০ দিনের moving average ২৫ দিনের moving average –কে অতিক্রম করেছে যা নেগেটিভ এবং মূল্যহ্রাশ সংকেত প্রদান করছে। যদিও এখানে স্বল্প সময়ের পরিধি নিয়ে হিসেব করা হয়েছে।উদাহরণস্বরুপ, ১০ ও ১৫ দিনের moving average গুলো স্বল্পমেয়াদী ট্রেন্ড রিভার্সেলের সিগনাল দেখাচ্ছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন