শনিবার, ২১ জানুয়ারী, ২০১২

Chaikin Oscillator


Chaikin Oscillator টি Accumulation Distribution Line এর momentum পরিমাপ করে। এবং এই পরিমাপের জন্য Chaikin Oscillator টি MACD formula ব্যাবহার করে থাকে। এটি একটি ইনডিকেটরেরে ইনডিকেটর হিসেবে কাজ করে থাকে। মুলত Chaikin Oscillator টি হচ্ছে Accumulation Distribution Line - এর ৩ দিন এবং ১০ দিনের Exponential Moving Average এর পার্থক্য। অন্যান্য indicator এর মত এই Indcator টি ও trend chaning নির্দেশনা দিয়ে থাকে। Chaikin Oscillator টি দিক নির্দেশনা দেয় যখন zero line এর ওপরে অথবা নিচে crossover হয়।এই ব্যাবহার করে খুব সাধারন ভাবে ক্রয় এবং বিক্রয় করা যায়। ক্রয় এবং বিক্রয়ের সিধান্তটি positive অথবা negative মানের ওপর নিরভর করে থাকে। ক্রয়ের চাপ বেশি লক্ষ করা যায় যখন indicator টি positive থাকে ঠিক একই ভাবে বিক্রয়ের চাপ বেশি থাকে যখন indicator টি negative থাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন