Ami Broker এর একটি খুবই জনপ্রিয় টুলস হচ্ছে Andrew's Pitchfork অনেকটা কাটা চামচের মত দেখতে। এই Andrew's Pitchfork Tool -টিকে অনেকে আবার median line studies ও বলে থাকেন। এই median line লাইন দিয়ে সাধারণত support, resistance এবং retracements নির্ণয় করা হয়ে থাকে। এই Andrew's Pitchfork টুলসটিতে একটি Handle, একটি Resistance লাইন, একটি Median লাইন এবং একটি Support লাইন রয়েছে। চলুন এবার একটি উদাহরনের মাধ্যমে দেখে কি ভাবে আমরা এই Andrew's Pitchfork টুলসটি ব্যাবহার করবো। এই Andrew's Pitchfork আঁকার জন্য প্রথমে একটি Low point খুজে বের করতে হবে তারপর সেই low point কে ভিত্তি ধরে আর একটি high point নিতে হবে। এবং শেষ ধাপে সেই high point থেকে আবার নিচের দিকে একটি low point নিতে হবে। চিত্রে লক্ষ্য করুন লাল বক্স করে পয়েন্ট গুলো দেখানো হয়েছে। ১ নাম্বার বক্সটি ছিল low point এবং ২ নাম্বার বক্সটি ছিল high point এবং ৩ নাম্বার বক্সটি ছিল low point। এভাবে আঁকার পর দেখা যায় তিনটি লাইন তৈরি হয়েছে। সব থেকে ওপরের লাইনটি Resistance লেভেল হিশেবে কাজ করে থাকে। মাঝখানের লাইনটি median এবং শেষের লাইনটি একটি শেয়ারের support লেভেল হিসেবে কাজ করে থাকে। চিত্রে support এবং Resistance দেখুন। শেয়ারটির দাম ওপরের লাইনে Resistance যেয়ে ব্রেক করতে না পেরে নিচের দিকে নেমে আসে এবং নিচের লাইনে সে support তৈরি করবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন