শনিবার, ২১ জানুয়ারী, ২০১২

Divergence Trading


Divergence Trading টি হলো একটি শেয়ার যখন বোটম লেভেলে থাকে তখন ক্রয় করা এবং যখন টপ লেভেলে থাকে ঠিক তখন বিক্রয় করা। আপনি এই Divergence Trading করার জন্য MACD, stochastic ইনডিকেটরগুলো ব্যাবহার করতে পারেন। এই ট্রেডিং পদ্ধতিটি ব্যাবহার করতে আপনাকে আরও কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। বিষয়গুলো হচ্ছে Higher Highs and Lower Lows। সাধারণত Higher Highs হচ্ছে উচ্চ পয়েন্ট এর উচ্চ সীমা এবং Lower Lows হচ্ছে নিন্ম পয়েন্ট এর নিন্ম সীমা। চিত্রে ভালভবে লক্ষ্য করলে আপনি ও বিষয়টা বুঝতে পারবেন। আপনি এখন জেনে গেছেন Divergence Trading সম্পর্কে। এখন আপনি পুরপরি প্রস্তুত Divergence Trading করার জন্য। দুই ধরনের Divergence রয়েছে। একটি হচ্ছে regular এবং আরেকটি হচ্ছে Hidden। regular bullish divergence ব্যাবহার করা হয় সম্ভাব্য ট্রেন্ড রিভারসাল বুঝার জন্য। যদি কোন শেয়ারের দাম lower lows অবস্থানে থাকে কিন্তু oscillator টি higher lows অবস্থানে থাকে তবে সেটি হবে regular divergence। এই regular divergence শাধারনত সংগঠিত হয় একটি ডাওন ট্রেন্ডের পর। একটি Hidden bullish divergence সংগঠিত হয় যখন একটি শেয়ার এর দাম higher low অবস্থানে থেকে এবং oscillator টি lower low অবস্থনে থাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন