Ranging হচ্ছে একটি মার্কেট যখন নির্দিষ্ট রেঞ্জের মধ্যে বার বার ওঠা নামা করে এবং রেঞ্জেটির আওতা হচ্ছে মূল্যর উচ্চসীমা এবং মূল্যর ণিন্মসীমা। বার বার মার্কেট এই রেঞ্জের মধ্য ওঠানামা করে বিধায় এটিকে ranging বলা হয়। চিত্রে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন শেয়ারটির দাম একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠা নামা করে। কিন্তু সেই রেঞ্জটি ব্রেক করতে পারেনি। এই ধরনের বাজারে বুদ্ধিমান বিনিয়োগকারীরা low price লেভেলে শেয়ার ক্রয় করে থাকেন এবং high price লেভেলে বিক্রয় করে থাকেন। এই Ranging মার্কেটে ও আপনি Stochastic এবং RSI Indicator ব্যাবহার করতে পারেন। আবার ও চিত্রে লক্ষ্য করে দেখুন আমরা Stochastic ব্যাবহার করেছি। এই টুলটি ব্যাবহার করা হয়েছে বাজারে overbought এবং oversold চিহ্নিত করার জন্য। খেয়াল করুন যখন শেয়ারটির দাম ওপরের লেভেলটি ব্রেক করতে পারেনি তখন দেখুন Stochastic টি ও overbought অবস্থায় ছিল। ফলে শেয়ারটির দাম কমে যায়। ঠিক একই ভাবে নিচের দিকের লেভেলও ব্রেক করতে পারেনি এবং সেই সময় Stochastic টি ও oversold অবস্থায় ছিল। সুতরাং আপনি কিন্তু এই পদ্ধতিতে আপনার Entry এবং Exit এর সময় নির্ধারণ করতে পারবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন