শনিবার, ২১ জানুয়ারী, ২০১২

The Rate-of-Change (ROC)


The Rate-of-Change (ROC) ইনডিকেটরটি সাধারণত একটি মোমেনটার্ম এবং অনেক সময় এই ইনডিকেটরকে একটি বিশুদ্ধ momentum oscillator ও বলা হয়। সাধারণত এই ইনডিকেটরটি একটি নির্দিষ্ট সময় থেকে আরেকটি সময় পর্যন্ত দামের পরিবর্তনের হার নির্ণয় করে থাকে। যখন দামের পরিবর্তন হয় তখন Rate-of-Change ইনডিকেটরটি জিরো লাইনের এর ওপরে এবং নিচে ওঠানামা করে। যেহেতু Rate-of-Change একটি মোমেনটার্ম তাই এর সিগনাল গুলো অন্যান্য মোমেনটার্মের মতই হয়ে থাকে যেমন center line crossovers, divergences and overbought-oversold। এই পরিবর্তনের হার সাধারণত তিন ধরনের হয়ে থাকে সেইগুলো হচ্ছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়ে। সাধারণত একটি আপট্রেন্ড গঠিত হয় যখন কতগুলো higher highs এবং higher lows থাকে এবং দাম ও জিকজ্যাক করে আপট্রেন্ড অনুসরণ করে । এবং Pullback হয় যখন একটি নির্দিষ্ট সময় পর পর percentage move করে এবং ডাউন ট্রেন্ড গঠিত হয় যখন lows and lower highs এবং দাম ও জিকজ্যাক করে ডাউন ট্রেন্ড অনুসরণ করে.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন