শনিবার, ২১ জানুয়ারী, ২০১২

Harmonic price patterns (শেষ পর্ব)


Harmonic Price Patterns ব্যাবহারের মাধ্যমে মুনাফা করার জন্য যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ সেইটি হচ্ছে আপনি কতটা দক্ষ ভাবে Pattern গুলো খুঁজে বের করতে পারেন। তিনটি বেসিক ধাপ রয়েছে এই Harmonic Price Patterns ঠিক মত চিহ্নিত করার জন্য। ১. আপনাকে একটি সম্ভাব্য Harmonic Price Pattern সেট করতে হবে। ২. তারপর আপানাকে সেই সম্ভাব্য Harmonic Price Pattern টি পরিমাপ করতে হবে। ৩. আপনি ক্রয় এবং বিক্রয় সম্পন্ন করবেন যখন Harmonic Price Pattern টি সম্পূর্ণ হবে। প্রথম ধাপে লক্ষ্য করুন চার্টটি একটি সম্ভাব্য Harmonic Price Pattern এর মত দেখা যাচ্ছে। কিন্তু সেই সময় নিশ্চিত হওয়া যাচ্ছিলোনা যে এই pattern টি কি three-drive হবে অথবা Bat pattern হবে। এই বিষয়টি নিশ্চিত হবার জন্য এর রেভারসাল পয়েন্টটি ছিনহিত করতে হবে। দ্বিতীয় ধাপে আপনি Fibonacci tool ব্যাবহার করে কিছুটা মাপঝোঁক করে নিতে পারেন। লক্ষ্য করুন মুভ BC হচ্ছে মুভ AB এর .৬১৮ retracement লেভেল। মুভ CD হচ্ছে মুভ BC এর ১.২৭২ extension এবং সব শেষে মুভ AB এর দৈর্ঘ্য মুভ CD এর প্রায় সমান। ফলে এই Pattern টি একটি বুলিশ ABCD pattern হয়েছে যা একটি ক্রয় সিগন্যাল। একবার যখন pattern টি সম্পূর্ণ হবে তখন আপানাকে ক্রয় অথবা বিক্রয় কোনটি করবেন সেই বেপারে সিদ্ধান্ত নিতে হবে। এর জন্য আপনার পয়েন্ট D থেকে ক্রয় করা উচিত। এবং আপনি বিক্রয় আদেশ দিতে পারেন যখন দাম আপনার ক্রয় মূল্য থেকে নিচে নেমে যাবে। harmonic price patterns এর একটি সমস্যা হচ্ছে অনুশীলন না থাকেল এই pattern গুলো খুঁজে বের করা একটু কঠিন। তবে আপনি যদি নিয়মিত অনুশীলন করেন তবে আপনি কিন্তু অনেক তারাতারি এই pattern গুলো খুঁজে বের করতে পারবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন