Channel
যদি আমরা Uptrend ও downtrend এই দুই ধারাকে কেন্দ্র করে যদি সমভাবে দু’টি রেখা অঙ্কন করি তবে আমরা একটি channel পেয়ে যাই। ঊর্ধ্বগতির (ascending) চ্যানেল পেতে হলে up trend বরাবর সমভাবে দু’টি রেখা টেনে যেতে হবে যা সম্প্রতি তার শীর্ষ অবস্থানকে স্পর্শ করেছে। এটি তৈরীর সময় আপনি trend line ও পেয়ে যাবেন। নিন্মগতির (descending) চ্যানেল পেতে হলে down trend বরাবর সমভাবে দু’টি রেখা টেনে যেতে হবে যা সম্প্রতি তার তলদেশকে স্পর্শ করেছে।আপনি চ্যানেল ও ট্রেন্ড লাইন একইসাথে পেয়ে যাবেন। যখন দাম নিচের ট্রেন্ডলাইনটিকে স্পর্শ করে তখন তা ক্রয়ের স্থান (buying area) হিসেবে বিবেচিত হয়। যখন দাম উপরের ট্রেন্ডলাইনটিকে স্পর্শ করে তখন তা বিক্রয়স্থান (selling area) হিসেবে বিবেচিত হয়। চিত্রটিতে দেখুন Trend গুলোকে Uptrend and Downtrend অনুযায়ী ভাগ করা হয়েছে। এর জন্য একটি নিচে এবং ওপরে দুইটি দাগ দিয়ে Channel তৈরি করা হয়েছে। এই Channel এর উপকারিতা হলো আপনি অনেক সহজে Trend line পেয়ে যাবেন এবং বুঝতে পারবেন বাজার কোনদিকে যাচ্ছে ফলে আপনার সিদ্ধান্ত নিতে কোনোরকম বিলম্ব হবে না। সেই সাথে পরবর্তী কোন হতে পারে সেই সম্পর্কে ও আপনি কিছু আগাম ধারনা পেতে পারেন। channel এর উপরকিতা হচ্ছে আপনি একটি শেয়ার ক্রয় করার সময় তার support level থেকেই ক্রয় করতে পারবেন এবং একটি লম্বা পর্যন্ত অবস্থান নিতে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন