Importance of Volume
অনেক টেকনিক্যাল এনালিস্টকে আমরা ভলিউম নিয়ে কথা বলতে শুনি। আসলে ভলিউম বলতে আমরা কি বুঝি? সাধারণত ভলিউম হচ্ছে একটি দিনের লেনদেনকৃত শেয়ারের সংখ্যা। বেশি পরিমানের ভলিউম একটি শেয়ারের সক্রিয়তা প্রকাশ করে থাকে। ভলিউম এর মুভেমেন্ট বোঝার জন্য (আপ অথবা ডাউন), এনালিস্টরা সাধারণত ভলিউম বার দেখে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে এই ভলিউম বিষয়টি এত গুরুত্বপূর্ণ কেন এবং এই ভলিউম আনাল্যসিস করে আপনার কি লাভ হবে। হ্যাঁ ভলিউম টেকনিক্যাল আনাল্যসিস এর একটি গুরুত্বপূর্ণ বিষয় কারন এই ভলিউমই একটি ত্রেন্ড এবং চার্ট প্যাটার্ন গুলোকে নিশ্চিত করে থাকে। দাম যদি ঊর্ধ্বমুখী অথবা নিন্মমুখি হয় তবে সাথে সাথে বেশি পরিমান ভলিউমও দেখতে পাওয়া যায়। আপনি যদি দেখেন একটি শেয়ারের দাম হু হু করে বাড়ছে কিন্তু সেই সাথে ভলিউম সেই পরিমানে বৃদ্ধি পাচ্ছে না তখন আপনি ধরে নিতে পারেন এই দাম বৃদ্ধিটি একটি অস্বাভাবিক বৃদ্ধি এবং দামের ঊর্ধ্বমুখী প্রবণতা বেশি দিন টিকবে না। ধরুন আপনি দেখলেন একটি শেয়ার অনেক দিন ডাউন ট্রেেন্ড থাকার পর হুটকরে একদিন ৫% দাম বৃদ্ধি পেলো।আপনি কি এই বৃদ্ধিকে একটি রেভারসাল ট্রেন্ড ধরবেন? এই ক্ষেত্রে ভলিউম আনাল্যসিস আপনাকে সাহায্য করবে। যদি ভলিউম আগের দিন গুলোর থেকে বেশি হয় তবে আপনি এটিকে রেভারসাল ট্রেন্ড হিসেবে ধরতে পারেন। কিন্তু যদি ভলিউম আগের দিন গুলোর থেকে বেশি না হয় তবে আপনার বুঝতে হবে এটি কোন রেভারসাল ট্রেন্ড নয়। সুতরাং ভলিউমের সম্পর্ক সব সময় ট্রেন্ডের সাথে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন