শনিবার, ২১ জানুয়ারী, ২০১২

Good Trade


সাধারণত আমরা একটি ভাল ট্রেড বলতে কি বুঝি অথবা ভাল ট্রেড আমরা কিভাবে চিনহিত করতে পারি? অনেক বিনিয়োগকারীর এমন প্রশ্ন রয়েছে। আমরা জানি অল্প কিছু সংখ্যক ট্রেন্ডলাইন বাজারে বিনিয়োগ কখন ঝুকিপূর্ণ তা নির্দেশ করে। আমরা একটি সাপ্তাহিক চার্টে দেখতে পাচ্ছি এর ট্রেডিং রেঞ্জ 6758 হতে 5170 পর্যন্ত যা 1580 পয়েন্ট। সুতরাং, রেজিস্টেন্স লেভেলের একেবারে সর্বোচ্চ পর্যায়ে sell করা ততোটা বিপদজনক নয়। যদি রেজিস্টেন্স লেভেল ভেঙ্গে যায় তবে সে স্থানটি buy এর স্থান হিসেবে বিবেচিত হয়। এই ক্ষেতের আপনাকে তিনটি বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে- ১. Target price বা stop price এর ক্ষেত্রে লাভ-লোকসানের অনুপাত কি হওয়া উচিত? ২. পরবর্তী দীর্ঘমেয়াদী ট্রেডের ক্ষেত্রে আমি কি ট্রেন্ড অনূসরণ করবো অথবা করবোনা? ৩. আপনি কি মার্কেট প্রাইসে ট্রেড করবেন বা একটি উপযুক্ত প্রাইস লেভেলের জন্য অপেক্ষা করবেন ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন