শনিবার, ২১ জানুয়ারী, ২০১২

Fibonacci Retracement


টেকনিক্যাল আনালাইসিসে Fibonacci খুবই একটি জনপ্রিয় টুলস যেটি সম্ভাব্য support & resistance level নির্ণয় করতে সাহায্য করে। সর্ব প্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হল Fibonacci খুব ভাল কাজ করে যখন মার্কেট একটি Trend এর দিকে যেটে থাকে। মার্কেট যখন Uptrend এ যেতে থাকে তখন একজন Trader Long Position এ থাকতে পারে যতক্ষণ Fibonacci Support Level এ থাকে। আবার মার্কেট যখন Downtrend এ যেতে থাকে তখন একজন Trader Short Position এ থাকতে পারে যতক্ষণ Fibonacci Resistance Level এ থাকে। আর এই Retracement Level খুজে পবার জন্য আপনাকে নিকটবর্তী Swing Highs and Swings Lows বের করতে হবে। তারপর Swing High থেকে Swing Low পর্যন্ত একটি Fibonacci Draw করতে হবে। চিত্রে Swing Low থেকে একটি Fibonacci Retracement অপরের swing High পর্যন্ত আঁকা হয়েছে। চার্ট থেকে আমরা দেখতে পাই retracement levels ছিল ৩৮.২%, ৫০.০%, ৬১.৮% এবং ১০০.০% পয়েন্ট। এই লেভেল গুলো আমাদের Support এবং Resistance এর জায়গা পরিমাপ করে দিচ্ছে। অর্থাৎ যদি শেয়ারটি Downtrend এ চলে আসে তবে ওপরের ঐ লেভেল গুলতে Strong Bounce করার শম্ভাবনা থাকে। ঠিক একই ভাবে যদি Uptrend যায় তবে ওপরের ঐ লেভেল গুলোতে ও Bounce করে নিচের দিকে নেমে যেতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন