কিভাবে আমরা বুলিশ এবং বিয়ারিশ ভলিউম চিহ্নিত করতে পারি। আমরা এই বুলিশ এবং বিয়ারিশ ভলিউম দেখে বাজারের চাহিদা এবং যোগান সম্পর্কে ও ধারনা পেতে পারি। যখন আপনি দেখেন বাজারে একটি শেয়ারের দাম বাড়ছে এবং সেই সাথে ভলিউম ও বৃদ্ধি পাচ্ছে তার মানে কি হচ্ছে? বাজারে কি চাহিদা বৃদ্ধি পাচ্ছে? হ্যাঁ আপনি এই প্রশ্ন গুলোর উত্তর সহজেই দিতে পারবেন যদি আপনি ভলিউম এনালাইসিস জানেন। এখন আসুন দেখি কি ভাবে এই বুলিশ এবং বিয়ারিশ ভলিউম চিহ্নিত করা যায়। চিত্র - ১ এ লক্ষ্য করুন। দেখা যাচ্ছে শেয়ারটির দাম বাড়ছে এবং প্রারম্ভিক এবং সমাপনী মূল্যর মধ্যে পার্থক্যের পরিমান বেশি এবং সেই সাথে ভলিউম ও বৃদ্ধি পাচ্ছে। আমরা এই ভলিউমটিকে বুলিশ ভলিউম বলতে পারি। কারন সেই সময় বাজারে চাহিদা বেশি ছিল এবং সাথে সাথে দাম ও বাড়ছিল। আবার ঠিক একই ভাবে চিত্র - ২ এ লক্ষ্য করুন, দেখবেন শেয়ারটির দাম কমছিল এবং পারম্ভিক এবং শমাপনী মূল্যর মাঝে ও পার্থক্য বেশি ছিল। এবার ভলিউম দেখুন। ভলিউম কিন্তু আগের দিনের থেকেও বেশি ছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন