বিভিন্ন indicator দ্বারা একটি নির্দিষ্ট শেয়ারের volume ও money flow পরিমাপ করা যায়। Accumulation/Distribution Line হচ্ছে সবচেয়ে জনপ্রিয় volume ইন্ডিকেটর। Volume indicator গুলোর পেছনে যে মূলধারণা কাজ করে তা হচ্ছে volume-এ পরিবর্তন মূল্যে পরিবর্তন ঘটায়। কি পরিমান শেয়ার কেনা-বেচা হয়েছে এবং কি পরিমান অর্থ প্রবাহ(money flow) একটি শেয়ারে প্রবেশ করছে এবং বেরিয়ে যাচ্ছে তা Volume নির্দেশ করে। অনেক সময় একটি শেয়ারের লেনদেনের প্রায় শুরুর দিকে বর্ধিত volume পরিলক্ষিত হয়। সাধারণত অধিকাংশ volume বা money flow indicator গুলো এভাবে তৈরিকরা হয়েছে যাতে মূল্যে পরিবর্তনের পূর্বে এটি পজিটিভ এবং নেগেটিভ volume flow-র প্রাথমিক বৃদ্ধি চিহ্নিত করতে পারে যা কিছুটা মুনাফা লাভে সহায়ক। আমরা এখন একটি শেয়ার নিয়ে দেখব কিভাবে কাজ করে। চিত্রটি খেয়াল করুন। ভাল ভাবে লক্ষ্য করলে দেখবেন জুন মাসের শেষ ভাগে Accumulation/Distribution Line টি নিচের দিকে নেমে যাচ্ছে এবং সেই সাথে ও volume বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি শেয়ারটি এখন Distribution পর্যায় রয়েছে। আবার দেখুন ঠিক জুলাই মাসের একটু আগে Accumulation/Distribution Line টি সমান্তরাল ভাবে চলছিলো এবং কিছুটা volume ও বৃদ্ধি পেয়েছিল, আসলে তখন Accumulation period চলছিলো।ঠিক তার কিছুদিন পরই শেয়ারটির দাম বৃদ্ধি পেয়েছিল। জুলাই মাসের মাঝামাঝি সময় শেয়ারটি আবার Distribution আরাম্ভ করে ছিল এবং সাথে সাথে volume ও বৃদ্ধি পেয়েছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন