শনিবার, ২১ জানুয়ারী, ২০১২

Trend Spotting 1


যখন দুই জন যোদ্ধা যুদ্ধক্ষেত্রে মিলিত হয় তখন শুধু বোকা যোদ্ধাই কেবল মাত্র কোন পরিকল্পনা ছাড়াই লড়াইয়ে অংশ গ্রহন করেন। কিন্তু বুদ্দিমান যোদ্ধা একটি পরিকল্পনা নিয়েই যুদ্ধে অংশগ্রহন করে থাকে। ঠিক তেমনি আপনারও উচিৎ একটি নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করা। আর সেই জন্য আপনাকে বাজারের গতিবিধি বা ট্রেন্ড বুঝতে হবে। বাজারে সাধারণত তিন ধরনের ট্রেন্ড পরিলক্ষিত হয়। এই গুলো হচ্ছে ১. আপ ট্রেন্ড, ২. ডাওন ট্রেন্ড, ৩. রেঞ্জিং। আজ আমরা দেখব Trending Market কি এবং এই বিষয়টি কিভাবে আপনার কাজে আসবে। Trending Market হচ্ছে একটি মার্কেট যখন নির্দিষ্ট ট্রেন্ডে অনেক দিন যাবত চলতে থাকে। চিত্র লক্ষ্য করুন এবং দেখুন একটি পরিষ্কার ডাওন ট্রেন্ড দেখা যাচ্ছে। তারমানে আমরা এই ট্রেন্ডটিকে Trending বলতে পারি কারন অনেক দিন যাবত এই ট্রেন্ডটি অব্যাহত ছিল। আপনি আপ ট্রেন্ড বুঝতে পারবেন যখন "higher highs" এবং "higher lows" দেখতে পাবেন এবং ডাওন ট্রেন্ড বুঝবেন "lower highs" এবং "lower lows" দেখে। আপনি এই Trending মার্কেটেও Moving Average টুলস টি বেবহার করতে পারেন। আপনি ৭ দিন, ২০ দিন এবং ৬৫ দিনের Simple Moving Average নিতে পারেন। একটু ভালভাবে লক্ষ্য করুন যখন ওপর দিক থেকে ৭ দিনের SMA ২০ দিনের SMA কে অতিক্রম করে এবং ২০ দিনের SMA ৬৫ দিনের কে অতিক্রম করে তখন মূল্যর trending up সংগঠিত হয়। আবার ঠিক উল্টো ভাবে যখন নিচের দিক থেকে ৭ দিনের SMA ২০ দিনের SMA কে অতিক্রম করে এবং ২০ দিনের SMA ৬৫ দিনের কে অতিক্রম করে তখন মূল্যর trending down সংগঠিত হয়। চিত্রে ঠিক এই বিষয়টিই দেখানো হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন