Aroon
Aroon ইনডিকেটরটি হচ্ছে কোন শেয়ারের ট্রেন্ড নির্ণয় করার একটি পদ্ধতি। এই ইনডিকেটরটি বুঝায় একটি শেয়ার কি ট্রেেন্ড রয়েছে অথবা নতুন করে ট্রেন্ড তৈরি হতে যাচ্ছে কিনা এবং ট্রেন্ডটি কতটা মজবুত হতে পারে। এই ইনডিকেটরটি এক সাথে দুইটি সংকেত দিয়ে থাকে। একটি হচ্ছে Aroon-Up এবং Aroon-Down। একটি ২৫ দিনের Aroon-Up শেষ ২৫ দিনের শর্বচ্চ দাম পরিমাপ করে থাকে এবং Aroon-Down এর ক্ষেত্রে শেষ ২৫ দিনের সর্বনিন্ম দাম পরিমাপ করা হয়। এই ইনডিকেটরটি গতানুগতিক momentum oscillators ইনডিকেটরেরে থেকে কিছুটা আলাদা। আলাদা হবার প্রধান কারনটি হচ্ছে এই ইনডিকেটরটি দামের থেকে সময়ের ওপর বেশি জোর দিয়ে থাকে। সাধারণত এই ইনডিকেটরটি সেন্ট্রাল লাইনের (৫০) ওপরে এবং নিচে ওঠানামা করে থাকে। এর সর্বউচ্চ সীমা হচ্ছে ১০০ এবং শরবনিন্ম সীমা হচ্ছে ০। চিত্রে দেখা যাচ্ছে Aroon প্রথম ঊর্ধ্বমুখী প্রবণতার সংকেত দিয়েছিল যখন Aroon-Up ইনডিকেটরটি Aroon-Down কে ক্রস করে। এই ঊর্ধ্বমুখী প্রবণতা শেষ পর্যন্ত অব্যাহত ছিল এবং ৫০ পয়েন্ট লাইন ক্রস করে ১০০ পয়েন্ট পর্যন্ত পৌঁছে ছিল। ঠিক তখন ও Aroon-Down নিন্মমুখি প্রবণতায় ছিল। আপনি খেয়াল করলে দেখবেন তখন শেয়ারটির দাম বেরেছিল এবং যখন Aroon-Down ইনডিকেটরটি Aroon-Up কে ক্রস করে এবং ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল তখন শেয়ারটির দাম কমে ছিল। অর্থাৎ আপনাকে দুইটি ইনডিকেটরই ব্যাবহার করতে হবে একটি ট্রেন্ড বুঝার জন্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন