শনিবার, ২১ জানুয়ারী, ২০১২

Harmonic price patterns


Harmonic price patterns (পর্ব - ১)
harmonic price patterns সম্পর্কে সম্পূর্ণ ধারনা একজন বিনিয়োগকারীকে একটি ট্রেন্ডের সম্ভাব্য retracements বুঝতে সাহায্য করে থাকে। আপনাদের নিশ্চয়ই Fibonacci retracement এবং extensions সম্পর্কে মনে আছে কারন আমরা আমাদের টিউটোরিয়াল কর্নারে এই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেছি। আমাদের এই retracement এবং extensions টুলস দুইটি দরকার হবে harmonic patterns নির্ণয় করার জন্য। ছয় ধরনের harmonic patterns সাধারণত দেখা যায়। সেই গুলো হচ্ছে ১.ABCD pattern ২.Three-Driven Pattern ৩.Gtartley Pattern ৪.Crab Pattern ৫. Bat Pattern ৬. Butterfly Pattern। এখন আমরা ABCD pattern নিয়ে আলোচনা করব এবং বুঝতে চেষ্টা করব এই pattern- টি কিভাবে কাজ করে থাকে। ABCD pattern টি বুঝতে এবং খুজে বের করতে আপনাকে Fibonacci টুলস ব্যাবহার করতে হবে এবং সেই সাথে তীক্ষ্ণ দৃষ্টি দরকার হবে। ABCD pattern এ AB এবং CD কে legs এবং BC কে correction বলা হয়ে থাকে যা একটি বুলিশ এবং বিয়ারিশ উভয় ট্রেন্ডের জন্য প্রযোজ্য। আপনি যদি leg AB থেকে retracement আঁকেন তবে BC -র retracement 0.618 লেভেল হওয়া উচিৎ। এবং BC লাইনের extension CD লাইনের পরিমাপ 1.272 লেভেল হবে। আপনি retracement এর সাহায্যে সম্ভাব্য লেভেল গুলো জেনে গিয়েছেন এবং সম্পূর্ণ pattern টি সংগঠিত না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে (point D সংগঠিত না হওয়া পর্যন্ত)। এই ABCD pattern এর কিছু Rules রয়েছে এবং Rules গুলো হচ্ছে। ১. AB লাইনের দৈর্ঘ্য ঠিক CD লাইনের দৈর্ঘ্যর সমান হবে। ২. Point A থেকে Point B তে যেতে যে সময় লাগে ঠিক একই সময় লাগবে Point C থেকে Point D তে পৌঁছুতে। অনেক সময় এই Rules গুলোর কিছুটা তারতম্য হয়ে থাকে যখন শেয়ার মার্কেট দুর্বল এবং খুব Volatile হয়ে থাকে। 

Harmonic price patterns (পর্ব - 2)
three-drive pattern টিও অনেকটা ABCD Pattern এর মত কিন্তু এই Pattern টির তিনটি legs রয়েছে যা সাধারণত drives নামে পরিচিত এবং দুইটি corrections বা retracements রয়েছে। প্রকৃতপক্ষে এই three-drive pattern টি Elliott Wave pattern এর অগ্রদূত বলে বিবেচিত হয়। এই pattern টির খেত্রেও আপনাকে তীক্ষ্ণ দৃষ্টি শম্পন্ন হতে হবে এবং অবশ্যই Fibonacci টুলস ব্যাবহার করতে হবে। আপনি চার্টে লক্ষ্য করলে দখতে পাবেন পয়েন্ট A এর পরিমাপ drive 1 এর 61.8% retracement লেভেল হওয়া উচিৎ। ঠিক একই ভাবে পয়েন্ট B এর পরিমাপ drive 2 এর 0.618 retracement লেভেলে হবে। তারপর drive 2 অবশ্যই 1.272 extension of correction A এবং drive 3 অবশ্যই 1.272 extension of correction B হতে হবে। এই correction গুলোর extension সম্পূর্ণ হলে পুরো pattern টি সংগঠিত হবে। এই pattern টি একটি বুলিশ এবং বিয়ারিশ উভয় ট্রেন্ডের জন্য প্রযোজ্য। সাধারণত যখন দাম পয়েন্ট B তে পৌছায় তখন আপনি 1.272 extension লেভেলে দীর্ঘ অথবা স্বল্প সময়ের জন্য ট্রেডে অংশ নিতে পারেন। এই pattern টির ও কিছু rules রয়েছে। rules গুলো হচ্ছে ১. drive 2 সম্পূর্ণ হতে যে সময় লাগে ঠিক একই সময় লাগবে drive 3 সম্পূর্ণ হতে। ২. retracements A এবং B সম্পূর্ণ হতেও ঠিক একই সময় লাগবে। চিত্রে লক্ষ্য করুন বুলিশ ট্রেন্ডের সময় পয়েন্ট A এবং B এর অবস্থান ছিল ওপরে তারমানে ঐ গুলো ছিল Corrective wave. মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে তখন Corrective wave হয় নিচের দিকে এবং মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন Corrective wave হয় ওপরের দিকে। 


Harmonic price patterns (পর্ব - ৩)
Harmonic price patterns এর মধ্যে আরেকটি প্যাটার্ন হচ্ছে Gartley "222" pattern। এই প্যাটার্নটির নামকরন করা হয়েছে H.M. Gartleys এর নামানুসারে কারন তিনিই এই pattern টি সর্ব প্রথম আবিষ্কার করেন। এই pattern টি মধ্যেও basic ABCD pattern রয়েছে যা আমরা গত কয়েকদিন আগের টিউটোরিয়াল কর্নারে আলোচনা করেছিলাম। এই Gartley "222" pattern টি সাধারণত সংগঠিত হয় যখন একটি ট্রেন্ডের correction হয় এবং এটি দেখতে অনেকটা ইংরেজি শব্দ 'M' এর মত (যখন বুলিশ প্যাটার্ন)এবং আরেকটি অনেকটা ইংরেজি শব্দ 'W' এর মত (যখন বিয়ারিশ প্যাটার্ন)। এই প্যাটার্ন গুলো বিনিয়োগকারীদের কখন শেয়ার কিনতে হবে অথবা এন্ট্রি দিতে হবে এই বেপারে অনেক সাহায্য করে থাকে। একটি Gartley প্যাটার্ন সংগঠিত হয় যখন price action একটি correction এর সংকেত দিয়ে সম্প্রতি উপট্রেন্ড অথবা ডাওনট্রেন্ডে যেতে থাকে। এবং এই বিষয়টি Fibonacci retracement এবং Fibonacci extension ব্যাবহারের মাধ্যমে আর পরিষ্কার হওয়া যায়। এটি খুব strong নির্দেশনা দেয় যখন রেভারসাল হয়। এই Gartley pattern টি খুজে বের করা কিছুটা কঠিন এবং কিছুটা বিবভ্রান্তিকর হলেও যদি আপনি একবার বের করতে পারেন তবে আস্তে আস্তে বিভ্রান্তি কেটে যাবে। একটি আদর্শ Gartley pattern এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্য গুলো হচ্ছে - ১. AB point এর মুভমেন্ট সাধারণত XA point এর মুভেমেন্টের .618 retracement লেভেলে হবে। ২. BC point এর মুভমেন্ট সাধারণত AB এর মুভেমেন্টের .382 অথবা .886 retracement লেভেলে হবে। ৩. যদি AB এর মুভ BC এর retracement লেভেল .382 হয় তবে CD এর মুভ retracement লেভেলের 1.272 হওয়া উচিৎ। ৩. CD এর মুভ XA এর .786 retracement হওয়া উচিৎ। দিকে। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন