শনিবার, ২১ জানুয়ারী, ২০১২

Relationship between Trend Line and Volume:


আজকে আমরা Trend Line বা রেখের পরিবর্তনের সাথে Volume এর সম্পর্ক নিয়ে আলোচনা করব। উপোরোক্ত চিত্রে আমরা দেখতে পাচ্ছি চারবার দাম মিডিয়াম ট্রেন্ডকে অনুসরন করেছে কিন্তু ট্রেন্ডলাইনটিকে অতিক্রম করে যায়নি। অবশেষে এক সময় মূল্য একটি উঠতি স্বল্পমেয়াদী ট্রেন্ডলাইনের সাহায্যে মিডিয়াম ট্রেন্ডলাইনকে অতিক্রম করে গেছে। পরবর্তী দিনে বাজার সঠিক তথ্য দিয়েছে যে এটি ট্রেন্ডলাইন হতে ওপরে উঠে অর্থাৎ দাম বেড়ে গিয়ে একটি নুতন ঊর্ধ্বমুখী প্রবণতা সৃষ্টি করেছে। এখনে volume এর ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। volume ছাড়া কোন Trend Line মজবুত হয় না। এই লাইনের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। যখনই দাম বৃদ্ধি পেতে শুরু করে তখনই ভলিউম বৃদ্ধি পেতে থাকে। অনেক সময় এই Trend Line ভুল সিগন্যাল ও দিতে পারে। যদি ভুল সিগন্যাল দেয় তবে Trend Line টি পূর্ণ না হয়ে বিপরীত মুখি ধারার চলে যাবে অর্থাৎ line change হয়ে যাবে। টেকনিকাল এনালিসিস এ সফল হবার মূলে হচ্ছে অনুশীলন। এই অনুশীলনের মাধ্যমেই সম্ভব পুরো বিষয়টাকে আয়ত্ত করা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন