Neutral Candlestick Pattern
1.Marubozu: এই কেন্ডেলস্টিকটির সাধারণত কোন ওপরের দিকে কোন ছায়া থাকে না অর্থাৎ কোন শরবচ্ছো বা সর্বনিম্ন মূল্য থাকে না। যদি এই কেন্ডেল টি সবুজ হয় তবে সেটি বুলিশ এবং লাল হলে বিয়ারিশ ধারা বুঝিয়ে থাকে। 2.Doji: এটি অনিশ্চয়তার ইঙ্গিত বহন করে। যদি শেয়ারের প্রারম্ভিক ও সমাপ্তি মূল্য একই হয় তবে এটি সংঘটিত হয়।এই রেখাগুলি বিভিন্ন প্যাটার্ণে আবির্ভূত হতে পারে।যুগল ডজি রেখাদ্দ্বয় বর্তমান অনিশ্চয়তা থেকে বেরিয়ে একটি শক্তিশালী ব্রেকাউটের ইঙ্গিত দেয়। 3.Harami: এই প্যাটার্ণটি নিন্মগামী গতি ইঙ্গিত করে।ছোট শরীরবিশিষ্ট রেখা যখন বড় একটি রেখার মধ্যবর্তী হয় তখন এটি সৃষ্টি হয়।উদাহরণস্বরুপ,আমরা দেখতে পাচ্ছি বিয়ারিশ রেখাটি বুলিশ রেখাটিকে অনুসরন করছে যা বুলিশের নিন্মগতি ইঙ্গিত করছে। 4.Harami cross: এটি গতিহ্রাস্ব প্রকাশ করে।এটি harami –র মতো কিন্তু পরবর্তী রেখাটি ডজি যা অনিশ্চয়তার ইঙ্গিত দেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন