শনিবার, ২১ জানুয়ারী, ২০১২

Gaps


একটি চার্টের Gap হচ্ছে ট্রেডিং এর সময় সৃষ্ট কিম্বা পরবর্তী ট্রেডিং পিরিওডের সৃষ্ট খালি জায়গা। দুটি ট্রেডিং পিরিওডে মূল্যের অস্বাভাবিক পার্থক্যের কারনে এটি তৈরিহয়। মূলতঃ Gap একটি শেয়ারের গুরুত্বপূর্ণ পরিবর্তনকে ইংগিত করে যদি প্রাপ্তির চেয়ে বেশি অর্জনের ঘোষনা থাকে। এবার চিত্রটি লক্ষ্য করা যাক। চিত্রে আমরা দেখতে পাচ্ছি দুইটি Gap । প্রথমটি Downward Gap. যখন কোন শেয়ােরর দাম আগের দিনের দামের তুলনায় কম দিয়ে শুরু হয় এবং আগের দিনের দামকে ক্রস করতে পারে না তখন একটি Downward Gap সৃষ্টি হয়। এই ক্ষেত্রে প্রায় ৮০ ভাগ শেয়ােরর দাম বৃদ্ধি পায়। নিচের চিত্রে ও আমরা সেই বিষয়ই দেখতে পাচ্ছি। Upward Gap হল ঠিক Downward Gap এর উল্টো। এই ক্ষেত্রে শেয়ােরর দাম আগের দিনের দামের তুলনায় বেশী দিয়ে শুরু হয় ফলে উপরের দিকে একটি Upward Gap সৃষ্টি হয়। এই Upward Gap সৃষ্টি হলে দেখা যায় অধিকাংশ শেয়ােরর দাম কমে যায়। নিচের চিত্রে ও আমরা তাই লক্ষ্য করছি। যেদিন ক্যানডেল স্টিকটি একটি Upward Gap সৃষ্টি করেছে ঠিক তার পরদিন থেকে দাম কমতে শুরু করেছে। সুতরাং Gap Trading এর ক্ষেত্রে আমাদের কিছুটা লক্ষ্য রাখতে হবে যে কোন ধরনের Gap সৃষ্টি হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন