শনিবার, ২১ জানুয়ারী, ২০১২

Pushing Up through Supply


সাধারণত Crowed Behavior এর জন্য আমাদের মত সাধারণ বিনিয়োগকারীরা অনেক সময় উপরের লেভেলে আটকা পরে যাই। তার অর্থ হচ্ছে Resistance লেভেল ব্রেক করতে পারে না। যখন Resistance লেভেলে বিনিয়োগকারীরা আটকে যায় তখন কিছু বিনিয়োগকারী পেনিক সেল করেন এবং শেয়ারটির দাম আস্তে আস্তে কমে যায়। একটি নির্দিষ্ট সময় পর বিক্রয়কারীর সংখ্যা কমে যায় এবং যারা সেল না করে আটকে ছিল তারা পারথনা করতে থাকে দাম বাড়ার জন্য। এই সুযোগটির জন্যই প্রোফেসনাল মানি অথবা মার্কেট মেকাররা অপেক্ষা করতে থাকেন। তারা সেই সময় খুবই কম দামে শেয়ার গুলো কিনে নেন এবং কিছুদিন অপেক্ষা করেন। তারপর আস্তে আস্তে শেয়ারটির বিক্রেতা কমে যায় এবং যোগান (Supply) ও কমে যায়। ফলে চাহিদা বৃদ্ধি পায় এবং দাম আবার বারতে শুরু করে। আবার সেই Resistance লেভেলে চলে গেলে মার্কেট মেকেররা বাজারে যোগান বাড়িয়ে দেয় এবং Resistance লেভেল ব্রেক করে। যখন এই অবস্থা হয় তখন যেইসব বিনিয়োগকারী Resistance ভেলেভে আটকে ছিল তারা কিছুটা শস্তি পায় এবং শেয়ার গুলো বিক্রয় না করে অপেক্ষা করতে থাকে বেশি দামের আশায়। আবার ও সেই Crowed Behivior জন্য নতুন বিনিয়োগকারীরা ঐ লেভেলে শেয়ার কিনতে থাকেন। এই সময় মার্কেট মেকেররা আবার তাদের সব শেয়ার বিক্রয় করে কিছুদিন নিষ্ক্রয় ভূমিকা পালন করেন। এই ভাবেই এই ধারাটি চলতে থাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন