Cup & handle
Cup and Handle চার্টটি একটি bullish Continuation প্যাটার্ণ যা uptrend থেমে যাওয়ার পরেও যখন প্যাটার্ণটি সৃষ্টি হয় তখন তা উর্ধ্বমূখী দিক নির্দেশ করে। আমরা যদি চার্টে লক্ষ্য করি করি তবে সেটা স্পষ্ট ভাবে বুঝতে পারব। চার্টটিতে March মাস থেকে downward trend শুরু হয়েছিল এবং একটা নির্দিষ্ট সময়ের পর একটি কাপ প্যাটার্ণ তৈরি করেছে যেটা দেখতে অনেকটা চায়ের কাপের মত বলে এই প্যাটার্ণটির নাম দেয়া হয়েছে Cup and Handle । এই প্যাটার্ণটি একটি মজবুত Upward Trend নির্দেশ করে । চার্ট এ আমরা ঠিক তাই দেখতে পাচ্ছি। এই প্যাটার্ণটি আমাদের দেশের বাজারে খুব সহসা দেখা যায় না। মাঝে মাঝে এই ধরনের চার্ট সংগঠিত হয় এবং যদি সংগঠিত হয় তবে সেই খুব দীর্ঘ দিনের জন্য ঊর্ধ্বমুখী অবস্থায় থাকে। ১. ট্রেন্ডঃ একটি continuation pattern এর জন্য অবশ্যই শেয়ারটিকে একটি ট্রেন্ডে থাকতে হবে। ২. কাপঃ কাপটি দেখতে অনেকটা “ইউ” এর মত হবে। কিন্তু হুবুহু যে “ইউ” শেপই হতে হবে সেই রকম কোন বাধ্যবাধকতা নেই। ৩. কাপের গভিরতাঃ কাপের গভীরতা সাধারণত ১/৩ অংশ হবে আগের থেকে। ৪. হান্ডেলঃ হান্ডেল থেকে সাধারণত শেয়ারটি শক্ত ভাবে পুল ব্যাক করে। ৫. সময় কালঃ একটি কাপ এবং হান্ডেল সংগঠিত হতে ১ থেকে ৬ মাস সময় লাগতে পারে আবার এর আগে ও সংগঠিত হয়তে পারে। ৬. ভলিউমঃ যখন দেখা যায় হ্যান্ডল থেকে ব্রেকআউট হবে তখন ভলিউমও বেশি হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন