শনিবার, ২১ জানুয়ারী, ২০১২

Relative Strength Index


Relative Strength index অথবা RSI অনেকটাই Stochastics এর মত যা বাজারের overbought ও oversold নির্দেশ করে। এর স্কেলমান ০ হতে ১০০। সাধারণতঃ ২০ এর নিচে oversold এবং ৮0 এর উপরে overbought বোঝায়। RSI এর ব্যবহার অনেকটাই Stochastics এর মত। চার্টে আমরা দেখতে পাচ্ছি যে যখন RSI নিচের দিকে নেমে এসেছে তখন তা সঠিকভাবে বাজারের oversold নির্ণয় করেছে। এই নেমে আসার পর দাম আবার দ্রুত উপরের দিকে উঠে এসেছে। RSI খুবই জনপ্রিয় ইন্ডিকেটর কারন এটি নতুন একটি ট্রেন্ড যে সৃষ্টি হবে তা নিশ্চিত করে। যদি আপনি মনে করেন একটি নতুন ট্রেন্ড সৃষ্টি হবে তবে আপনি RSI কে পর্যবেক্ষন করুণ এটি কি ৫০ এর উপরে অথবা নিচে অবস্থান করছে। যদি RSI ৫০ এর উপরে অবস্থান করে তবে আপনি সম্ভাব্য uptrend দেখতে পাবেন। আর আপনি যদি সম্ভাব্য downtrend পরিলক্ষিত করেন তবে RSI এর ৫০ এর নিচে অবস্থান করবে। আমরা দেখতে পাচ্ছি চার্টের শুরুতে একটি সম্ভাব্য uptrend শুরু হয়েছে। যদি আপনি সঠিক ধারনা পেতে চান এবং ট্রেন্ডের নিশ্চয়তা পেতে চান তবে আপনাকে RSI ৫০ কে অতিক্রম করেছে কিনা সেজন্যে অপেক্ষা করতে হবে। যদি RSI ৫০ অতিক্রম করে তবে তা সুনিশ্চিত uptrend নির্দেশ করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন