শনিবার, ২১ জানুয়ারী, ২০১২

Price Volume Trend


Price Volume Trend ইনডিকেটরটি হচ্ছে একটি শেয়ারের মূল্য এবং ভলিউমের শতকরা পরিবর্তনের হার যা মূল্যর পরিবর্তনের গতি কতটা মজবুত সেইটি প্রকাশ করে থাকে। Price Volume Trend ইনডিকেটরটি সাধারণত অনন্যা Price Volume ইনডিকেটরের মত শুধু আগের দিনের সর্বউচ্চ এবং সর্বনিন্ম মূল্য যোগ অথবা বিয়োগ করে না বরং মূল্যর পরিবর্তনের শতকরা হার নিয়ে কাজ করে থাকে। একটি upward দিনের ভলিউম কে গুন করা হয় সেই দিনের মূল্যর শতকরা বৃদ্ধির হার এবং সেই দিনের ক্লোজিং এবং আগের দিনের ক্লোজিং মূল্যর সাথে। তারপর প্রাপ্ত মানটির সাথে আগের দিনের Price Volume Trend -এর সাথে যোগ করা হয়। আবার একটি Downward দিনের ভলিউম কে গুন করা হয় সেই দিনের মূল্যর শতকরা হ্রাসের হার এবং সেই দিনের ক্লোজিং এবং আগের দিনের ক্লোজিং মূল্যর সাথে। তারপর প্রাপ্ত মানটির সাথে আগের দিনের Price Volume Trend -এর সাথে যোগ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে এই ইনডিকেটরটি আপনাকে কি ভাবে সাহায্য করবে? এই ইনডিকেটরটি আপনাকে divergences বুঝতে সাহায্য করে থাকে। চিত্রতে লক্ষ্য করুন। যখন শেয়ারটির মূল্য বৃদ্ধি পাচ্ছে তখন সেই সাথে যদি Price Volume Trend ও বৃদ্ধি পায় তবে সেটি Upward Trend বুঝিয়ে থাকে। আবার যখন শেয়ারটির মূল্য কমতে থেকে তখন সেই সাথে যদি Price Volume Trend ও কমতে থেকে তবে সেটি হবে Downward Trend। এবার লক্ষ্য করুন যখন শেয়ারটির মূল্য বৃদ্ধি পাচ্ছে তখন সেই সাথে যদি Price Volume Trend কমতে থাকে তবে বুঝতে হবে upward Trend টি খুব একটা Strong না। একই ভাবে দেখা যায় আবার যখন শেয়ারটির মূল্য কমতে থাকে তখন সেই সাথে যদি Price Volume Trend বৃদ্ধি পেতে থাকে তবে বুঝতে হবে Downward Trend টি খুব একটা Strong না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন