রবিবার, ১১ ডিসেম্বর, ২০১১

Money Flow Indicator (MFI):



Money Flow Indicator (MFI) হচ্ছে একটি লিডিং ইনডিকেটর । শেয়ারের অর্থ প্রবাহ এবং এর দ্বারা ডাইভারজেন্স তথা বিচ্যুতির সম্পর্ক জানা যায়। শেয়ারের প্রাইজ ট্রেন্ড এবং ভলিউমের উপর ভিত্তি করে এটা টার্ন নেয় ।   শেয়ারের প্রাইজ ট্রেন্ড যদি ঊর্ধ্বমুখী থাকে আর Money Flow যদি বিপরীত তথা নিম্নমুখী থাকে, তাহলে ধরে নিতে হবে ঐ শেয়ারের দাম শিগ্রই পড়ে যাবে।

আবার শেয়ারের প্রাইজ ট্রেন্ড যদি নিম্নমুখী থাকে আর Money Flow যদি ঊর্ধ্বমুখী থাকে তাহলে ঐ শেয়ারের দাম বাড়বে।  Money Flow সমানে গেলেও বুঝতে হবে দাম না বাড়লেও পড়বে না।

Money Flow Indicator দিয়ে শেয়ারের   Overbought/Oversold অবস্থা নির্ণয় করা যায়ঃ ( নিচের ছবিটি ভাল ভাবে লক্ষ্য করুন) 






Overbought and oversold levels can be used to identify unsustainable price extremes. Typically, MFI above 80 is considered overbought and MFI below 20 is considered oversold. Strong trends can present a problem for these classic overbought and oversold levels. MFI can become overbought (>80) and prices can simply continue higher when the uptrend is strong.
Money Flow Index/Indicator (MFI): এর উপর ( ৫ মিনিটের)  একটি ভিডিও টিউটোরিয়ালঃ http://www.youtube.com/watch?v=VkS-b8kdz0w

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন