শনিবার, ১০ ডিসেম্বর, ২০১১

MACD Analysis System ::

MACD LINE নিচের দিক থেকে উপরের দিকে অতিক্রম করে তখন ৯০% সময় শেয়ারের দাম বাড়ে। উপরের চিত্রে কোনটা MACD LINE এবং কোনটা MACD Zero line তা দেখানো হয়েছে। MACD -র মাধ্যমে দাম বৃদ্ধির এই পূর্বানুমাণ (prediction) -এর সত্যতা যাচাই এর জন্য অন্যান্য শেয়ারের ৬-১২ মাসের গ্রাফ দেখতে পারেন।


Technical Analysis-এ MACD (Moving Average Convergence Divergence) একটা প্রধান (Leading Indicator) । এতে Moving Average ব্যবহার করা হয়। ১৩ দিনের এবং ২৬ দিনের দুটো Moving Average দ্বারা এটা পরিমাপ করা হয়। ১৩ দিনের গড় রেখা ২৬ দিনের গড় রেখার উপরে থাকলে তা Positive । আর ১৩ দিনের গড় রেখা ২৬ দিনের গড় রেখার নিচে অবস্থান করলে তা Negative ধরা হয়। MACD-এর ৩টি Line হল:-
1- Zero Line
2- Short Time Line ( ১৩ দিনের গড় রেখা ) ( It’s Showing in Chart Blue Color)
3- Long Time Line ( ২৬ দিনের গড় রেখা ) ( It’s Showing in Chart Red Color)
Short Term রেখা যখন Long Term রেখাকে Cross করে উপরে উঠবে তখন ঐ শেয়ারটা কিনতে হবে, অর্থাৎ এটা Buy Signal । আর Blue Line যখন Zero Line-কে Cross করে নিচের দিকে নামবে তখন ঐ শেয়ার Sell করার সিদ্ধান্ত নিতে হবে।
MACD-এর Bullish Signal বুঝার ৩টি উপাদান হল:-
1- Positive Divergence
2- Bullish Moving Average Crossover
3- Bullish Centre Line Crossover.
MACD-এর Bearish Signal বুঝার ৩টি উপাদান হল:-
1- Negative Divergence
2- Bearish Moving Average Crossover
3- Bearish Centre Line Crossover ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন